West Bengal Election 2021: গোঘাটে BJP সমর্থকের স্ত্রীকে পিটিয়ে 'খুন', বাগনানে TMC-র ক্যাম্প অফিস 'ভাঙচুর'
ভোটের আগের রাতে হুগলির গোঘাটে বিজেপি সমর্থকের স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে খুন, দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে বদনগঞ্জ এলাকায়। মৃতের নাম মাধবী আদক। সকালে ঘটনাস্থলে যান গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। তাঁর অভিযোগ, পশ্চিম মেদিনীপুর থেকে বহিরাগত দুষ্কৃতীদের এনেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী মানস মজুমদারের নেতৃত্বে গতকাল রাতে তারাই বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায়। বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বিজেপি সমর্থকের ছেলেকে। বাঁচাতে যাওয়ায় বিজেপি সমর্থকের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। রাতে মৃত্যু হয় ওই মহিলা বিজেপি সমর্থকের। হামলা-যোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগের তির উঠেছে বিজেপির দিকে।






















