West Bengal Election 2021: নন্দীগ্রামে মমতার গাড়ি ঘিরে দফায় দফায় 'জয় শ্রীরাম' স্লোগান
টেঙ্গুয়া মোড়ে ফের 'জয় শ্রীরাম' স্লোগান। রেয়াপাড়া-নন্দীগ্রাম যাওয়ার পথে স্লোগান। তৃণমূল নেত্রীর গাড়ি ধাওয়া করে স্লোগান। মমতার গাড়ি ঘিরে 'জয় শ্রীরাম' স্লোগান। নন্দীগ্রামের পাঁচ জায়গায় গাড়ি ঘিরে স্লোগান। বলরামপুরে গাড়ি ঘিরে স্লোগান। মহম্মদপুরবাজারে কনভয়ের উদ্দেশে স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "মানুষ আমাদের পক্ষে।" অন্যদিকে, নন্দীগ্রামে একটি তৃণমূল কর্মীর পরিবার বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছে। যাতে ভোট না দিতে যেতে পারেন সেই জন্য তাঁদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। ওই পরিবারে লোকজন মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ জানান। খবর পাওয়ার পর তৃণমূল নেত্রী বলরামপুর গ্রামে ওই পরিবারে সঙ্গে দেখা করেন ও তাঁদের আশ্বস্ত করেন।






















