West Bengal Election 2021: দিলীপ-রাহুলের পর এবার শুভেন্দু অধিকারীকে সতর্ক করল কমিশন
শীতলকুচির ঘটনায় মন্তব্যের জেরে এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নোটিস দিল নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) জানান, "দিলীপ ঘোষেরা যা কথা বলছে তাতে গোটা নির্বাচন থেকেই তাদের ব্যান করে দেওয়া উচিত। কিন্তু তাতে কিছু এসে যায় না। দিলীপ ঘোষ তো আর ভোট চাইছেন না, বাংলাতে ভোট চাইতে আনতে হচ্ছে নাড্ডা, মোদি, শাহকে।" দিলীপ ঘোষকে নোটিস পাঠানোর পাশাপাশি সতর্ক করা হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari)। অন্যদিকে ৪৮ ঘণ্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। এ প্রসঙ্গে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় জানান, "হারা একজন প্রার্থীকে আটকে দিয়েছে। এদেরকে আটকানো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আটকানোর মধ্যে তফাৎ আকাশ পাতাল।"






















