WB Election 2021: যথেষ্ট সভা ও র্যালি হয়েছে, এবার মানুষকে বিচার করতে দিন, করোনা মামলায় মন্তব্য হাইকোর্টের
‘ভোটের দিন ঘোষণার পর থেকে যথেষ্ট সভা ও র্যালি হয়েছে। এবার মানুষকে বিচার করতে দিন,’ করোনা সংক্রান্ত মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। ‘করোনা বিধি মেনে সুষ্ঠুভাবে ভোট করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ভোট করানোর জন্য সব পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় সাহায্য করবে রাজ্য সরকার।’ করোনা সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির।
‘আদর্শ আচরণবিধি লাগু হলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই পুরোটাই এখন নির্বাচন কমিশনের দায়িত্ব,’ সওয়ালে বললেন রাজ্য সরকারের আইনজীবী।
‘কেন রাজ্যের এখন কিছু করার নেই বা তারা করতে পারবে না, আগামী বৃহস্পতিবার ব্যাখ্যা করে তা জানাতে হবে,’ করোনা সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির।






















