West Bengal Election 2021: 'এডিট করা অডিও টেপ নয়, পিকের ট্যুইটটিও প্রচার করুক BJP', দাবি দোলা সেনের
অমিত মালব্যের (Amit Malabya) ট্যুইট (Tweet) করা অডিও নিয়ে রাজনৈতিক তরজা। তিনি বলেছেন, ‘বাংলার (Bengal) রাজনীতির একটি বৈশিষ্ট্য হল, সেখানে মুসলিমরা (Muslim) যাকে ভোট দেবে, সেই সরকার গঠন করবে। কংগ্রেস (Congress), বাম (Left) আর তৃণমূল (TMC), সবাই মুসলিম ভোট নিয়ে রাজনীতি করে। প্রথমবার সেখানে হিন্দুরা জেগে উঠেছে। এখন নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় অত্যন্ত জনপ্রিয়। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। বিজেপি(BJP) বাংলায় অনেক ভোটে জিতবে।" এই নিয়ে আজ প্রশান্ত কিশোর ট্যুইট করে বলেন, "নিজেদের নেতাদের সঙ্গে আমার হালকাচালে বলা কথাকেও বিজেপি এতটা গুরুত্ব দিয়েছে দেখে আমি খুশি। নির্দিষ্ট কিছু অংশের বদলে তাঁদের সাহস করে পুরো কথোপকথন প্রকাশ করা উচিত ছিল। আগেও বলেছি আবারও বলছি বিজেপি পশ্চিমবঙ্গে ১০০ পেরোবে না।" এই প্রসঙ্গে তৃণমূল নেতা দোলা সেন (Dola Sen) বলেন, "বিজেপির বন্ধুরা যাঁরা এই আংশিক অডিও টেপ প্রকাশ করেছেন তাঁরা প্রশান্ত কিশোরের ট্যুইটটিও প্রচার করুন। সেই ট্যুইটে বলা আছে প্রশ্নোত্তর-সহ গোটা অডিও টেপটি শোনানো হোক সংবাদ মাধ্যমকে। কেটে কেটে এডিট করে আংশিক অংশ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একদিকে নন্দীগ্রামে বিপুল ভোটে জিতে গেছেন। অন্যদিকে দিনে সমগ্র রাজ্যে জয়ী হয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপি (BJP) এটা আমাদের থেকেও ভাল বুঝে গেছে। ওই জন্য হাওয়া গরম রাখছে সবসময়।"