West Bengal Election 2021: 'গণনার দিন পোলিং অফিসার-বাহিনীর ক্ষেত্রে কোভিড নেগেটিভ রিপোর্ট নয় কেন?' কমিশনে TMC-র প্রতিনিধি দল
৮ম দফা নির্বাচনের দিন নির্বাচন কমিশনে (Election Commission) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধি দল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলেকশন এজেন্ট কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীদের নেগেটিভ কোভিড রিপোর্ট (Covid Report) থাকতে হবে। অভিযোগ, পোলিং অফিসারদের জন্য এই ধরণের কোন নির্দেশ দেওয়া হয়নি। কমিশনের তরফে জানানো হয়েছে, জেলাশাসকদেরকেও কোভিড টেস্ট করিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কাউন্টিং হলের সামনেও টেস্টের ব্যবস্থা করা হবে। কাউন্টিং এজেন্টদের তালিকায় ৩০ শতাংশ বেশি নাম দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে যে নির্দেশ এসেছে তাতে কোভিড পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি।






















