West Bengal Election 2021: হাড়োয়ার ISF প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান
হাড়োয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত আইএসএফ প্রার্থীর প্রচার ঘিরে ধুন্ধুমার। জুতো-ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূলের। প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান আইএসএফ প্রার্থী।
এদিন শাসন ও বেলেঘাটা এলাকায় প্রচারে যান আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি। সেখানে তাঁকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ঝাঁটা-জুতো, কালো পতাকা দেখানোর পাশাপাশি দেওয়া হয় গো ব্যাক স্লোগান। শাসনে আইএসএফ প্রার্থীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে। প্রতিবাদে রাস্তাতেই শুয়ে পড়ে বিক্ষোভ দেখান প্রার্থী। তৃণমূলের দাবি, বাম জমানার ৩৪ বছরে যারা এলাকায় অত্যাচার চালায়, তাদের নিয়ে প্রচারে আসায় আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আইএসএফের প্রতিক্রিয়া এখনও মেলেনি।






















