West Bengal Election 2021: BJP-তে যোগ দিচ্ছেন Debashree Roy? জিইয়ে রাখলেন জল্পনা
তৃণমূল কংগ্রেস ছেড়েছেন দেবশ্রী রায়। এখন জল্পনা শুরু হয়েছে তিনিও কি তবে গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন। তাঁর একান্ত সাক্ষাৎকার এবিপি আনন্দর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। সাক্ষাৎকারে দেবশ্রী বলেন, "দলকে শর্ত দিয়েছিলাম রায়দিঘিতে দাঁড়াব না। কুণাল ঘোষও বলেছিলেন দলের বিরুদ্ধে কিছু বলবেন না। কেউ কথা বলেনি, তাই দল ছাড়লাম। রায়দিঘিতে কান্তি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ প্রার্থী হতে চাননি। আমি পরপর দুবার দলকে জিতিয়েছিলাম। বদলে শুধু অপমান ও হতাশা জুটেছে। আমার বদলে অন্য কেউ দাঁড়ালে শোভন কি জেতাতে পারতেন? দীর্ঘদিন অপমানিত হয়েও চুপ থেকেছি। কেউ আমন্ত্রণ জানালে দরজা খোলা। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা জিইয়ে রাখলেন দেবশ্রী।






















