West Bengal Election 2021: '১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে, প্রমাণ করে বাংলায় কর্মসংস্থান নেই', TMC-কে খোঁচা Samik Bhattacharya-র
আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এই ইস্তেহারের সমালোচনা করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "২০১২ সালে ৯০ শতাংশ কাজ হলে দুয়ারে সরকার কেন? কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে তুলে ধরা হয়েছে তৃণমূলের ইস্তেহারে। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে রাজ্যের নামে করা হয়েছে। ১০০ দিনের কাজে বাংলা এক নম্বরে, প্রমাণ করে কাজ নেই। বাংলায় যে কর্মসংস্থানের জায়গা নেই, এটাই তার প্রমাণ। তৃণমূল কংগ্রেস সরকারের শিল্পনীতি, জমিনীতি নেই। শেষবেলায় তৃণমূলের ইস্তেহারের কোনও ভিত্তি নেই। তৃণমূলের ইস্তেহারে কর্মসংস্থান তৈরির নির্দিষ্ট দিশা নেই। আগামী প্রজন্ম কি শুধুই ২ টাকার চাল খেয়ে থাকবে? নাকি নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে চাল কিনে খাবে?"






















