West Bengal Election 2021: 'তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে যুক্ত নয়', দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ উড়িয়ে দাবি Kunal Ghosh-এর
আজ কোচবিহারের শীতলকুটিতে দিলীপ ঘোষের সভা ছিল। সভা সেরে ফেরার পথে তিনি আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁর কনভয় লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। বিজেপির রাজ্য সভাপতির দাবি, যে মাঠে তাঁর সভা হয়েছিল, সভা শেষে সেখানেই আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয়। দিলীপের দাবি, তাঁর গাড়িতেও দুটি বোমা পড়েছে। আধলা ইট মেরে তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। তাঁর নিজের গায়েও ইটের আঘাত লেগেছে। কনভয়ের অন্য গাড়িতেও বোমা পড়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এই নিয়ে তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "আমরা বিস্তারিত খবর নিচ্ছি। কিন্তু এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়। ওই জায়গায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আদি বিজেপি বনাম নব্য বিজেপির লড়াইয়ে বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙচুর, নিজেদের মধ্যে মারামারি সমানে চলছে। দিলীপবাবুর উপর সেই গন্ডোগলোর কোনও প্রভাব গিয়ে পড়েছে কি না তা যতক্ষণ না বিস্তারিত জানা যাচ্ছে ততক্ষণ এই বিষয় কিছু বলা মুশকিল।"






















