West Bengal Election 2021: 'TMC-র পোষা গুণ্ডা বাহিনী গাড়িতে হামলা করেছে', ইলামবাজারের ঘটনায় অভিযোগ BJP প্রার্থীর
দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বোলপুরে। জায়গায় জায়গায় বিজেপি (BJP) প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly) ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। পুলিশের সামনেই হামলা করা হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, ‘আমি একদম ঠিক আছি। গাড়িতে পিছন থেকে আক্রমণ করেছে। তৃণমূলের পোষা মুসলিম গুণ্ডা বাহিনী এটা করেছে। আজ সকাল থেকে দমনপুর বুথে সমস্যা হচ্ছিল। আমি বুথে পরিদর্শন করছিলাম। পুলিশ ও বাহিনী পরিচালনা করছিল। কয়েকজন মহিলা ভোট দিতে পারছিল না বলে আমি তাঁদের ভোট দিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এই সময় হামলা করা হয়। কিন্তু পুলিশ পরিস্থিতি সামলে নিয়েছে’।
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)