West Bengal Election 2021: 'সিপিএমের বিরুদ্ধে হওয়া অপপ্রচারের জবাব চাই', নন্দীগ্রামে গিয়ে দাবি রবীন দেবের
নন্দীগ্রামে (Nandigram) সাংবাদিক বৈঠক করলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakkhi Mukherjee)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন্ রবীন দেব (Rabin Deb)। রবীন দেব বলেন, ‘নন্দীগ্রাম নিয়ে অপপ্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাঁর কথায় বাংলার মানুষ বিভ্রান্ত হবে না। মমতা নন্দীগ্রাম তথা রাজ্যের বদনাম করছেন। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর উপর হামলা হওয়ার ঘটনা মিথ্যা। যা কখনো ঘটেনি তা প্রচার করেছেন তিনি। সিঙ্গুরে (Singur) তাপসী মালিকের (Tapasi Malik) খুনের দায় চাপানো হয়েছিল আমাদের উপর। কিন্তু ২০১৮ সালে তাপসীর বাবা বলেছেন, তাঁর মেয়েকে তৃণমূল খুন করেছিল। আমাদের নামে যে অপপ্রচার হয়েছে তার জবাব চাই।’






















