West Bengal Elections 2021: ব্যারাকপুর থেকে প্রার্থী হতে পারেন রাজীব সিনহা? তুঙ্গে জল্পনা
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। কিন্তু এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনও দল। 'পয়া' শুক্রবারে প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ২১১টি আসন জিতেছিল সেবার। এবার কী হবে? তা বোঝা যাবে ২ মে। তবে এবারের হাই ভোল্টেজ ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক থাকতে পারে বলে খবর। তৃণমূল সূত্রে খবর, চেষ্টা চলছে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যসচিবকে ব্যারাকপুর থেকে এবং রাজারহাট থেকে হিডকোর চেয়ারম্যান তথা প্রাক্তন নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনকে দাঁড় করাবে। যদিও দেবাশিস সেন প্রার্থী হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। এই বিষয় প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে উত্তর মেলেনি রাজীব সিনহার। তবে তৃণমূল সূত্রে দাবি, এখনও শেষ মূহুর্তের আলোচনা চলছে।