West Bengal Elections 2021: প্রার্থী না-পসন্দ, হবিবপুরে বিক্ষোভ তৃণমূলের একাংশের
প্রার্থী বদলের পরে দলের অন্দরে অসন্তোষ অব্যাহত। মালদার (Malda) হবিবপুরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের (TMC) একাংশের। আগের প্রার্থী সরলা মুর্মু দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেন তাই তাঁর পরিবর্তে প্রার্থী করা হয় প্রদীপ বাস্কেকে (Pradip Baske)। বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রদীপ বাস্কে বিজেপি (BJP) থেকে তৃণমূলে যোগদান করেছেন। গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে তাঁর। তাদের দাবি, প্রদীপ বাস্কে-এর পরিবর্তে চুনিয়া মুর্মুকে (Chunia Murmu) প্রার্থী করতে হবে। এই দাবিতে তৃণমূলের কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। তাদের দাবি মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। এই বিক্ষোভের পিছনে বিজেপির ইন্ধন রয়েছে বলে মনে করছেন তাঁরা। অন্যদিকে বিজেপি ঘটনার পিছনে তাদের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে।






















