Bengal Post Poll Violence: কালীগঞ্জে বিজেপি কর্মীর হাড়হিম হত্যাকাণ্ড, ফের অগ্নিগর্ভ সন্দেশখালি
ভোট শেষ হলেও বাংলায় সন্ত্রাসের শেষ নেই ! ভোট পরবর্তী সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগ। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীর হাড়হিম হত্যাকাণ্ড। বিজেপি কর্মীকে কুপিয়ে, গুলি করে নৃশংস খুন। কলকাতা থেকে জেলা, দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। পুলিশি অভিযান ঘিরে ফের অগ্নিগর্ভ সন্দেশখালি।
কালীগঞ্জে বিজেপি কর্মী খুন, গ্রেফতার ১। গ্রেফতার ১, এখনও অধরা মূল অভিযুক্ত। বাংলায় ভোট শেষ হলেও শেষ নেই সন্ত্রাসের। কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। পারিবারিক বিবাদের জেরে খুন, দাবি তৃণমূলের। মূল অভিযুক্তের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল, দাবি পুলিশের। নিহত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ। আজ ঘটনাস্থলে যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়।
ভোট শেষেও ব্যারাকপুরে অশান্তি। ভাটপাড়ায় অর্জুন সিংহর নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি। নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে পড়ল বোমা। দুটি ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি ও তৃণমূলের।
যাদবপুরে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম কর্মীদের সঙ্গে দেখা করেন সুজন, সৃজন।
![TMC News: ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে সামনে আনা উচিত মমতাকে, বার্তা কল্যাণের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/6a0ea69c0a9bd76746807a94a796e11e1732511851277535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)