Panchayat Election Result :'কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে?' দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন
Panchayat Election Result : ভোট-হিংসা নিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালেন দলের বিধায়ক হুমায়ুন কবির। 'দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে?' 'স্বার্থান্বেষী তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের মানুষের অধিকার খর্ব করছে'
'এখানে অবাধ-শান্তিপূর্ণ ভোট হয়েছে, বলা যাবে না'। 'এত মানুষের প্রাণহানি, হিংসার পর শান্তিপূর্ণ বললে মিথ্যাচার করা হবে'। 'হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে পরিস্থিতি এমন হত না'। 'প্রশাসন কোথাও অতি সক্রিয় থেকেছে, কোথাও নিষ্ক্রিয় থেকেছে'। 'যাঁরা নেতৃত্ব দেয় তাঁদের কথা ও কাজ এক হতে হবে'। 'মুখে ভাল কথা বলে ভিতরে হিংস্রতা দেখালে দ্বিচারিতা হয়'। 'ক্ষমতা কারও চিরস্থায়ী নয়, যাঁরা এই কাজ করছেন, ঠিক করছেন না'। দলীয় নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির






















