Dev: আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না, সকলকেই একটা মধ্যস্থতায় আসতে হবে, যাতে কাজটা শুরু করা যায়: দেব
ABP Ananda LIVE: সপ্তাহের শুরুতেই 'অচল' স্টুডিওপাড়া। এদিন অভিনেতা প্রযোজক দেব বলেন, 'আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না। আমি মনে করি, ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টর্স গিল্প, প্রোডিউসার্স গিল্ড, সকলকেই একটা মধ্যস্থতায় আসতে হবে, যাতে কাজটা শুরু করা যায়। এবং যে দাবিগুলো উঠছে, সেগুলোর যতটা সম্ভব সেগুলি গ্রহণ করা এবং যেগুলি সম্ভব না, সেগুলিকে কীভাবে প্রগতিশীল উপায় এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখা উচিত। যাতে কাজটা ভালভাবে সুষ্ঠভাবে হতে পারে। পৃথিবীর বড় বড় যুদ্ধ কথার বলে মিটেছে। কোনও যুদ্ধ লড়াই করে মেটেনি। এটা বিশাল কোনও রকেট সায়েন্স নয়। জটিলতা নেই এর মধ্যে। প্রত্যেক গিল্ডের একজন করে প্রতিনিধি গিয়ে বসে যদি আলোচনা করেন, আমার মনে হয় সমাধান হতে পারে।'






















