এক্সপ্লোর
‘হিন্দিতে থিয়েটার করেছেন সেটাও বাঙালির জন্য, ভাষা বাধা হয়নি’, ঊষা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে স্মৃতিচারণ ব্রাত্য বসুর
প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়। আজ সকালে দক্ষিণ কলকাতার বাসভবনে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৫। ঊষার জন্ম উত্তরপ্রদেশের কানপুরে, ১৯৪৫ সালে। বাংলা ছিল তাঁর কর্মক্ষত্র। বঙ্গ রঙ্গমঞ্চে ঊষা গঙ্গোপাধ্যায়ের দৌলতে হিন্দি নাটক আলাদা পরিচিতি পেয়েছিল। তাঁর পরিচালনায় মহাভোজ, রুদালি, কোর্ট মার্শালের মতো একের পরে এক নাটক দর্শক সমাদর পেয়েছে। রঙ্গকর্মী নামে নাটকের দলও গড়েছিলেন তিনি। রাজনীতি থেকে সামাজিক সমস্যা , বিভিন্ন বিষয় উঠে আসত তাঁর পরিচালিত নাটকে। বিভিন্ন ইস্যুতে তাঁর সজাগ মনের পরিচয়ও বহুবার পেয়েছেন শহরবাসী। সেই অভিনেত্রী, পরিচালক ঊষা গঙ্গোপাধ্যায় লকডাউনের শহরে চিরতরে মঞ্চকে বিদায় জানিয়ে চলে গেলেন।
আরও দেখুন






















