Devi Chowdhurani Look Set: সাজাব যতনে.. 'দেবী চৌধুরানী' হয়ে উঠলেন শ্রাবন্তী, ভয় ধরালেন অর্জুন-বিবৃতিরা!
পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল,সব হওয়া চাই কয়েক দশক আগের মতো। বধূবেশ থেকে শুরু করে ডাকাত-রানি, তিলে তিলে সেজে উঠলেন ছবির নায়িকা। 'দেবী চৌধুরানী'-র লুক সেটের ঝলক, অচেনা বেশে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। রঙ্গরাজের মেক-আপে প্রায় অচেনা অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। নিশির বেশে বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখে কার্যত গায়ে কাঁটা দিয়ে ওঠে। সমস্ত অভিনেতা অভিনেত্রীর লুক সেটের তত্ত্বাবধানে রইলেন শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) থেকে শুরু করে দর্শনা বণিক (Darshana Banik), কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু (Somnath Kundu)। পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত (Poulomi Gupta)। প্রত্যেকের লুকের সঙ্গেই যেন জড়িয়ে রইল ঐতিহাসিক চরিত্রেরা।
সৌজন্য: এডিটেড মোশন পিকচার্স