Hoy Ma Noy Bouma: সাফল্যের স্বাদই সেরা ইন্ধন, অফস্ক্রিনে অঞ্জনা বসু, প্রতীক সেন আর রত্নপ্রিয়া
ABP Ananda LIVE: সাফল্যের স্বাদই সেরা ইন্ধন। আর সেই ইন্ধনের সন্ধানেই রয়েছে উড়ান। চলুন, দেখা যাক অফস্ক্রিনে অঞ্জনা বসু, প্রতীক সেন আর রত্নপ্রিয়া নতুন কোন কাহিনি শোনান। তাঁর দবং স্টাইলে অটো চলে। গতির ঝড় তুলে, তাঁর অটো কথাও তো বলে! ধারাবাহিক দবঙ্গী-র বেলা, মানে যশশ্রী মাসুরকর-এর সঙ্গে চলুন, অটোয় চেপেই বেড়িয়ে পড়া যাক আজ।যার শুরু আছে, তার শেষও আছে। চলার পথে শুধু খুঁজে নেওয়া স্মৃতির ছায়া। সেই গল্পই বললেন সৈয়দ আরিফিন। শেষ হতে চলেছে যোগমায়া। শরদ মালহোত্র-র র্শটফিল্ম 'প্রবাহ' মুক্তি পেল। মানিনী দে-কে সঙ্গে নিয়ে শরদ শর্টফিল্মের গল্প তো শোনালেনই, সঙ্গে বানালেন মকটেলও।
লোকসভা ভোটে বিপুল জয়ের মধ্য়েও, তৃণমূলের কাঁটা হয়েছে পুরসভাগুলি! লোকসভা ভোটের ফল অনুযায়ী, শহুরে মানুষের একটা বড় অংশই মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্য়ের শাসক দলের থেকে। এই আবহেই নবান্নে পুর প্রধান ও মন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে নজিরবিহীন ভাবে তৃণমূলের নেতা থেকে মন্ত্রী...পুরসভা থেকে পুলিশ...দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ...বিধায়ক থেকে SDO...পুর প্রশাসক থেকে BLRO...নাম ধরে ধরে ভৎসনা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হুঁশিয়ারি দিলেন সরিয়ে দেওয়ার. মানুষ যদি পরিষেবা না পায় সেই পঞ্চায়েত রাখার কী দরকার? পুরসভা রাখার কী দরকার? নবান্ন সভাঘরে পুরসভাগুলির সঙ্গে বৈঠকে এভাবেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী-বিধায়ক এবং পুলিশকেও।