Saswata Chatterjee: খারাপ লোক সব জায়গায় রয়েছে, যে কাজ জানে সে নিজের মতো কাজ করে বেরিয়ে যাবে: শাশ্বত
ABP Ananda Live: দক্ষিণ কলকাতার রঙিন কাচে ঘেরা রেস্তোরাঁর চেয়ারে, কখনও আবার বাইরের রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা চলছিল। ঘণ্টাখানেক অপেক্ষার পরে, তিনি এলেন, সাদা গাড়িতে। স্বভাবোচিত স্বচ্ছন্দ চালচলন। প্রথমেই রেস্তোরাঁয় না ঢুকে, বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলেন তিনি। তার পরে রেস্তোরাঁয় প্রবেশ.. ক্যামেরার সামনে বসা.. অ্যান্ড অ্যাকশন। শাশ্বত চট্টোপাধ্যায়ের (saswata chatterjee) প্রতিটা সাক্ষাৎকার যেমন গল্পের মতোই হয়.. এই সাক্ষাৎকারও বেতিক্রম নয়। তিনি পুরনো থেকে নতুন দিনের গল্প শোনালেন.. হাসলেন, হাসালেনও। 'যমালয়ে জীবন্ত ভানু'(Jamalaye Jibonto Bhanu) ছবিটি মুক্তির আগে, অকপট সাক্ষাৎকারে টলিপাড়ার অপু। পর্দায় তিনিই ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandopadhyay)। কিন্তু গোটা বাঙালি জাতির কাছে আবেগ যে চরিত্র, তাঁকে পর্দায় ফুটিয়ে তোলা কী এতই সহজ? শাশ্বত বলছেন, 'খুবই ভয়ের ছিল। আমি তো প্রথমে বলেছিলাম গৌতমদাকে অভিনয় করতে। গৌতমদা মানে ভানু বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে। দেখতেও অনেকটা ওঁরই মতো। ওনাকে বলাতেই উনি বলে উঠলেন.. 'না না আমি কী করে করব তুমিই করো'। চাপে ছিলাম অস্বীকার করার জায়গা নেই। তবে ছবিটা শেষ করার পরে একটা স্পেশাল স্ক্রিনিং করি। ওঁর বড় ছেলে এবং মেয়ে দুজনেই উপস্থিত ছিলেন। তাঁরা খুশি হয়েছেন আর আমরাও হালকা হয়েছি মানসিকভাবে। গৌতমদা তো বললেন, 'মনে হচ্ছে কিছু কিছু জায়গায় বাবাকেই দেখছি'। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে?'