FilmStar: পরিণত প্রেমের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে অরিন্দম শীলের নতুন ছবি উৎসবের রাত্রি
ABP Ananda Live: অনেক চেনা মানুষের কেরিয়ারের বিপর্যয় দেখে পিছিয়ে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। অভিনয়ের ইচ্ছে মুলতুবি রেখেছিলেন রাজনৈতিক ব্যস্ততায়। অরুণিমা ঘোষের সঙ্গে জুটি বেঁধে নায়ক বাবুল এবার নিজের জন্য নিজেই করছেন প্লেব্যাক! উৎসব। প্রবাসী বাঙালি। সিঙ্গাপুর থেকে কলকাতায় ফিরে এক পূর্ব পরিচিতের মুখোমুখি হয় সে। সময়ের স্রোতে ভেসে যাওয়া দুটি জীবন আবার কাছাকাছি আসে। রাত্রি নিজের জীবনের ঝড় ঝাপটা পেরিয়ে পুরোনো অ্যালবামের উৎসবকে নতুন ভাবে আবিষ্কার করে। এক পরিণত প্রেমের প্রেক্ষাপটে অরিন্দম শীলের নতুন ছবি 'উৎসবের রাত্রি'। এই ছবিতেই প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন বাবুল সুপ্রিয় আর অরুণিমা ঘোষ।
বিনোদিনীর প্রিমিয়ারে মুম্বইয়ে রুক্মিণী, হাজির পরিচালক রামকমলও
বিনোদিনীর প্রিমিয়ারে মুম্বইয়ে রুক্মিণী মৈত্র। তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত রইলেন সুজিত সরকার, এষা দেওল, মধুর ভান্ডারকর। রুক্মিণীর সঙ্গে হাজির ছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্য়ায়ও।























