Hi-Tech Animation: কাল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে কলকাতার হাইটেক অ্যানিমেশনের তৈরি ওয়েব সিরিজ কুরুক্ষেত্র
ABP Ananda LIVE: মহাভারতের ১৮ জন যোদ্ধাকে নিয়ে টানটান ওয়েব সিরিজ। দুর্দান্ত অ্যাকশন, ডিজিটাল সাউন্ড--কিন্তু সবটাই অ্যানিমেশনে। কাল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে কলকাতার হাইটেক অ্যানিমেশনের তৈরি ওয়েব সিরিজ কুরুক্ষেত্র। ২২ মিনিট করে মোট ১৮টি এপিসোড সকলের মনে ধরবে, এমনটাই আশা কর্তৃপক্ষের। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এই অ্যানিমেশন সিরিজ তৈরি করতে অত্যাধুনিক mocap প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। যেখানে একজন মানুষের শরীরে সেন্সর লাগিয়ে তার গতিবিধি রেকর্ড করে, পরে সেটাই অ্যানিমেশনের চরিত্রে প্রয়োগ করা হয়। বৃহস্পতিবার হাইটেক অ্যানিমেশনের অফিসে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অ্যানিমেশন জগতে গত ১৮ বছর ধরে টানা কাজ করে চলেছে হাইটেক অ্যানিমেশন। জনপ্রিয় কার্টুন ছোটা ভীম, মোটু-পাতলুর সৃষ্টিতেও অবদান রয়েছে তাদের। তুর্কি, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক বিদেশি সংস্থার সঙ্গেও কাজ করেছে হাইটেক অ্যানিমেশন। ভবিষ্যতে তাদের লক্ষ্য কলকাতাকে ধীরে ধীরে দেশের অ্যানিমেশন হাব হিসেবে গড়ে তোলা।






















