Hoy Ma Noy Bouma: বিয়ের বাজনা বেজেছে মিঠিঝোরায়, কিন্তু আনির্বাণ আর রাইয়ের বিয়েটা কি আদৌ হবে?
Entertainment News: বিয়ের বাজনা বেজেছে মিঠিঝোরায়। কিন্তু আনির্বাণ আর রাইয়ের বিয়েটা কি আদৌ হবে? রাই আর অনির্বাণের মাঝে এবার শৌর্য কোন ভূমিকা নেবে? দুই তুতো ভাই, কোনও ছুতো না খুঁজেই দিব্যি জানাল নিজেদের মনের কথা। ভূত হলে কি সাজতে নেই? মেকআপ ম্যাজিকে সৌন্দর্য়ের সম্মোহনে ভূতেরাও মোহিত করতে পারে। ধারাবাহিক 'সুহাগন চুড়েল'-এর নিশিগন্ধা, মানে নিয়া শর্মা বিশেষ এপিসোডের জন্য নতুন লুকে ধরা দিলেন। সিঙ্গাপুরে অবস্থিত 'আলেয়া অকশন হাউস' কলকাতায় প্রাচীন জিনিসপত্রের বিক্রয়ের জন্য একটি অকশনের ঘোষণা করেছে। 'ছায়া আর্কিটেক্টস'-এর নতুন মালকিন রোহিনী মুখোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে তার কোম্পানি সেখানে অংশগ্রহণ করবে। অপরদিকে অর্ঘ্য এসে আঁখি আর বিক্রমকে জানায় 'রোহিনী সলিউশন্স'ও এতে অংশ নেবে। খবরটি জানতে পারে রোহিনী আবার এক নতুন কূটনীতি প্রয়োগ করে। দুই বোন, কৃষ্ণা আর আঁখির মধ্যে রেষারেষি তৈরি করার ফন্দি আঁটেন তিনি। অর্ঘ্য অবশ্য এই সমস্ত বিষয়টির মধ্যে এক টুকরো আশার আলো দেখতে পায়। তার দুই মেয়ে, কৃষ্ণা আর আঁখি এই পুরো বিষয়টা কীভাবে সামাল দেবে, তা নিয়ে একটা নতুন প্ল্যান তৈরি করে।