এক্সপ্লোর
Hoy Ma Noy Bouma: টেলি দুনিয়ার বাছাই করা খবর দেখে নিন হয় মা নয় বৌমায়
শীতের আমেজ পড়তে না পড়তেই বিয়ের মরশুম শুরু। শুক্রবার জমকালো এক বিয়ের অনুষ্ঠান তাক লাগিয়ে দিল শহরবাসীর। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ বলে কথা। জাঁকজমক তো হবেই। বিয়ের অনুষ্ঠানে আলোয় আলোয় সেজে উঠল বিজলি সিনেমা। সিনেম্যাটিক বিয়ের মোড়কেই মুক্তি পেল ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।’
মহালয়ায় শোনা চিরনতুন ‘মহিষাসুরমর্দিনী’ নয়। নারীর অদম্য লড়াইয়ের এক নতুন কাহিনি ‘মহিষাসুরমর্দিনী’ মুক্তি পেল বড় পর্দায়। ঋতুপর্ণা সেনগুপ্ত এই সিনেমায় অভিনয় করেছেন মুখ্য ভূমিকায়।
আরও দেখুন






















