K K Demise: হোটেল রুমের দরজা খুলতেই সোফায় বসতে যান, তখনই লুটিয়ে পড়েন, জানালেন ম্যানেজার হিতেশ ভাট
মাত্র ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। প্রয়াত গায়কের ম্যানেজার জানান, "হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে। তবুও হোটেলে ফিরে অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন কে কে। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান।'' কে কে-র শেষ মুহূর্তের এই সমস্ত কথা জানিয়েছেন তাঁর ম্যানেজার হিতেশ ভাট। পাশাপাশি, তিনি জানিয়েছেন, গতকাল নজরুল মঞ্চ 'ওভার ক্রাউডেড' ছিল।
হিতেশ ভাটের কথায়, হোটেলরুমের দরজা খুলতেই সোফায় বসতে যান, তখনই লুটিয়ে পড়েন। তাঁর কথায়, 'আমি চেষ্টা করেও পারতাম না তুলতে কারণ আমি রোগা পাতলা। এরপর হোটেলকর্মীদের ডাকি। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।' শোনা যাচ্ছে, বিগত ১৫ দিন ধরে দেশের একের পর এক শহরে শো করে বেরিয়েছেন তিনি।






















