Mother's Day Exclusive: 'জীবনের প্রথম পরিচালক মা', বলছেন শিবপ্রসাদ, প্রথম ছবি মাকে দেখানো হয়নি নন্দিতার
Mother's Day Exclusive: তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পরিচালকের জীবনের প্রথম পরিচালক ছিলেন তাঁর মা। তাঁর হাত ধরেই প্রথম নাটকের মঞ্চে পা, উচ্চারণ শেখা, আবৃত্তি শেখা, গলা উঁচু করে কথা, মঞ্চে হাঁটা, ভাবনা... সবকিছু। সময় পেরিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাসকৌতুক 'পেটে ও পিঠে' অভিনেতা এখন টলিউডের প্রথম সারির অভিনেতা, পরিচালক। শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় (Shiboprosad Mukherjee)। সাফল্যকে ছুঁয়েও এই তারকা এখনও ছোটবেলার মতোই মায়ের কাছাকাছি। রাতে তিনি বাড়িতে না ফেরা পর্যন্ত মা বসে থাকেন খাবার নিয়ে, আর তাই, সব পার্টি থেকে না খেয়েই ফিরে আসেন শিবপ্রসাদ। আর নন্দিতা রায়? তাঁর গল্পটা একটু আলাদা। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই মা-বাবাকে হারিয়েছেন তিনি। বাবা খুব কড়া ছিলেন, ভয়ে কখনও বলা হয়নি, পরিচালক হতে চান। আজ, যখন টলিউড ইন্ডাস্ট্রিতে নিজেদের একটি ঘরানা তৈরি করে ফেলেছেন, তখন তাঁর মাঝে মাঝে খুব মনে পড়ে মায়ের কথা.. মা সেতার বাজাতেন, ভালোবাসতেন সংস্কৃতি। নিশ্চয়ই মায়ের স্বপ্ন ছিল তাঁকে এই জায়গায় দেখার। মাতৃদিবসের আগে মায়ের কথা অকপটে এবিপি লাইভকে বললেন পরিচালক নন্দিতা রায় (Nandita Ray) ও অভিনেতা, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় (Shiboprosad Mukherjee)।