Prosenjit Chatterjee: দেবের বুদ্ধিকে স্যালুট, দর্শকদের কাছে ২০ বছর আগেও আমি এভাবেই পৌঁছে যেতাম : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ABP Ananda LIVE: এই বছরের পুজোটা তাঁর কাছে একটু আলাদা। দীর্ঘদিন থেকেই পুজোয় তাঁর নতুন ছবি মুক্তি পাচ্ছে বটে, তবে এবারের চরিত্রটা তাঁর কাছে একেবারে আলাদা। এই প্রথমবার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট কোনও চরিত্রে এই প্রথম অভিনয় করছেন তিনি। ভবানী পাঠক। শুভ্রজিৎ মিত্রের ( পরিচালিত সিনেমা 'দেবী চৌধুরানী'-তে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে। এই ছবির মুখ্যভূমিকায় থাকবেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। এবার পুজোর চতুর্মূখী লড়াইয়ে অন্যতম ছবি, 'দেবী চৌধুরানী'। তবে এই ছবি নিয়ে কি আদৌ প্রতিযোগীতায় রয়েছেন তিনি? নাকি একসঙ্গে ৪টে বাংলা ছবির মুক্তি নিয়ে তিনি উচ্ছ্বসিত? দেবের (Dev) বেঙ্গল ট্যুরের অনুকরণে বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? পুজোর মধ্যেই তাঁর জন্মদিন, অষ্টমীর দিন। কী পরিকল্পনা রয়েছে তাঁর? প্রথমবার উপার্জন করে মাকে কী কিনে দিয়েছিলেন? পুজো-সিনেমা নিয়ে, এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla) সঙ্গে অকপট আড্ডায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।





















