Rituparna Sengupta: অভিনয়ের প্রশংসা করেছিলেন সুচিত্রা সেন, বাবার ইচ্ছা ছিল না সিনেমা করি: ঋতুপর্ণা
ABP Ananda LIVE: তিনি টলিউডের বিবর্তন দেখেছেন, ভাল আর খারাপ সময় দুয়েরই সাক্ষী থেকেছেন। তবে এই সমস্ত কিছুর মধ্যেও অটলভাবে ধরে রেখেছেন নিজের আসন। তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। একেবারে মূল ধারার ছবি থেকে শুরু করে চূড়ান্ত অন্যধারার ছবি.. সব জায়গাতেই সমান সাবলীল তিনি। নন্দী মুভিজ়ের পরিচালনায় সামনেই মুক্তি পাচ্ছে সায়ন্তন ঘোষাল পরিচালিত, ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত'। এই ছবি নিয়ে আড্ডা দিতে বসে যেন অজানা গল্পের ঝুলি খুলে বসলেন অভিনেত্রী। বন্ধু তাঁর ছবি নিয়ে গিয়েছিল দাদার কাছে.. সেটাই ছিল প্রথম সিনেমায় আসার সূত্র। জানতেন ও না, তাঁর অভিনয় পছন্দ করতেন সুচিত্রা সেন স্বয়ং! শেফালি জরিওয়ালার মৃত্যু থেকে শুরু করে, ডায়েটে পাতে কী কী রাখেন তিনি? জানা-অজানা গল্পে, এ এক অন্য ঋতুপর্ণা সেনগুপ্ত।






















