Rukmini Maitra: ‘আমি মডেল, অভিনয় পারি না’, এর উত্তর দিক আমার কাজ
পর্দায় নায়ক, কিন্তু ক্যামেরা অফ হলেই, নায়িকা তাঁকে ডাকেন 'স্যার' বলে। কিন্তু তাঁর সঙ্গে এতটাই ভাল সম্পর্ক যে ক্যামেরার বাইরে জমে ওঠে গল্প। শট দিতে দেরি হয়ে যায়। আর তাই, 'শাস্তি' দিতে বাধ্য হন পরিচালক! কথা হচ্ছে জিৎ (Jeet) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র। তাঁদের একসঙ্গে সদ্য দেখা গিয়েছে বুমেরাং (Boomerang) ছবিতে। কেমন ছিল সেই শ্যুটিংয়ের অভিজ্ঞতা?
পর্দায় নায়ক, কিন্তু ক্যামেরা অফ হলেই, নায়িকা তাঁকে ডাকেন 'স্যার' বলে। কিন্তু তাঁর সঙ্গে এতটাই ভাল সম্পর্ক যে ক্যামেরার বাইরে জমে ওঠে গল্প। শট দিতে দেরি হয়ে যায়। আর তাই, 'শাস্তি' দিতে বাধ্য হন পরিচালক! কথা হচ্ছে জিৎ (Jeet) আর রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র। তাঁদের একসঙ্গে সদ্য দেখা গিয়েছে বুমেরাং (Boomerang) ছবিতে। কেমন ছিল সেই শ্যুটিংয়ের অভিজ্ঞতা?
এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে বসে, সেই গল্পই শোনালেন রুক্মিণী মৈত্র।