এক্সপ্লোর
Film Star: নেটফ্লিক্সে আজ মুক্তি পেল অ্যান্থোলজি সিরিজ দ্য লাস্ট স্টোরিস টু
আমাদের প্রত্যেকেরই কিছু কিছু জিনিসের প্রতি তীব্র আসক্তি থাকে। যতক্ষণ না সেই আশা পূরণ হয়, ততক্ষণ যেন কিছুতেই শান্তি মেলে না। এমনই এক আসক্তির গল্প শোনাচ্ছেন কাজল। নেটফ্লিক্সে আজ মুক্তি পেল অ্যান্থোলজি সিরিজ দ্য লাস্ট স্টোরিস টু। আর এই সিরিজেই অমিত শর্মা পরিচালিত কাহিনিটিতে অভিনয় করেছেন কাজল এবং কুমুদ মিশ্র। এবিপি আনন্দের মুখোমুখি হয়ে নিজেদের জীবনের তীব্র আসক্তির কথা তাঁরা জানালেন অকপটে।
আরও দেখুন






















