এক্সপ্লোর
Debashree Roy Video: অভিনয় ছেড়ে ১০ বছর রাজনীতি নিয়ে ব্যস্ত থাকাটা আমার ভুল ছিল: দেবশ্রী রায়
১০ বছর পর লাইসট, ক্যামেরা, অ্যাকশান শুনছেন তিনি। জীবনে ফিরে এসেছে শ্যুটিং ফ্লোর। রাজনীতির জন্য এতদিন অভিনয় থেকে দূরে সরে থাকাকে 'নিজের ভুল' বলে মনে হয় এখন! তিনি দেবশ্রী রায়। জি বাংলার নতুন ধারাবাহিক সর্বজয়ার হাত ধরে দর্শক আবার ফিরে পাচ্ছেন অভিনেত্রী দেবশ্রীকে। পর্দায় ফেরার জন্য সর্বজয়ার চরিত্র বেছে নেওয়ার পিছনে কী লুকিয়ে রয়েছে কোনও গল্প? 'রুমকি-ঝুমকি' জুটি থেকে দেবশ্রী রায় হয়ে ওঠার যাত্রাটা কেমন ছিল? প্রত্যাবর্তনের আগে প্রত্যাবর্তনের গল্প শোনালেন পর্দার 'সর্বজয়া'।
আরও দেখুন






















