Post Covid Skin & Hair Problem: করোনার পরে ত্বক-চুলে সমস্যা, আলোচনায় ডা . অভিষেক দে
করোনার উপসর্গ থেকে করোনা পরবর্তী সমস্যা নিয়ে রোজই কোনও না কোনও নতুন তথ্য হাজির হচ্ছে সকলের কাছে। তৈরি হচ্ছে আতঙ্কও। কিন্তু অযথা ভয় না পেয়ে ঠিক সময়ে চিকিৎসাই দিতে পারে স্থায়ী সমাধান, মত চিকিৎসকদের। করোনার উপসর্গ শুধুমাত্র সর্দি-কাশি-জ্বর-ক্লান্তি-শ্বা
শুধুমাত্র ত্বক নয়। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অনেকেরই চুল পড়া বেড়ে যাচ্ছে লক্ষণীয় ভাবে। সেরে ওঠার পরও এই সমস্যা পিছু ছাড়ছে না। বেশ কয়েক মাস ধরে অবিশ্বাস্যভাবে পড়ছে চুল। কোনও কোনও রোগ হলে চুল উঠে যাওয়ার সমস্যা হয়েই থাকে। তবে করোনার পর চুল পড়ে যাওয়ার সমস্যায় রীতিমতো জেরবার পুরুষ-মহিলা উভয়েই।
ভ্যাকসিন নেওয়ার পরও হঠাৎ স্কিন অ্যালার্জি দেখা যাচ্ছে অনেকের। তাতে আতঙ্কিতও হয়ে পড়ছেন অনেকে। কিন্তু ভয়ের কিছু নেই। আশ্বাস দিলেন চিকিৎসক।
ত্বকের সমস্যা হলে গড়িমসি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। নইলে তা বিপজ্জনক হতে পারে।