Ahmadabad Plane Crash : আমদাবাদের ভয়াবহ দুর্ঘটনায় বিমানের ধাক্কায় ডাক্তারি হস্টেলে ব্যাপক ক্ষয়ক্ষতি
ABP Ananda LIVE : ৯ ঘণ্টার দীর্ঘ যাত্রাপথ শেষ হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে। গুজরাতে ভেঙে পড়া বিমানে মোট ২৪২ জন। তাঁদের মধ্যে ভারতীয় যাত্রী ছিলেন ১৬৯জন, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পর্তুগালের এবং ১ জন কানাডার। বিমানে ছিলেন ২জন পাইলট এবং ১০জন ক্রু মেম্বার। বিমানের ককপিটে ছিলেন অভিজ্ঞতাসমৃদ্ধ দুই পাইলটও। পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের ছিল ৮ হাজার ২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা। কো পাইলট ক্লাইভ কুন্দরের বিমান চালিয়েছেন ১ হাজার ১০০ ঘণ্টা। সূত্রের খবর, বিমান ভেঙে পড়ার আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল-কে বিপদবার্তা পাঠিয়েছিলেন। পাইলটের কাছ থেকে বিপদবার্তা পেয়ে ATC যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আর সাড়া দেননি তাঁরা।আমদাবাদে সিভিল হাসপাতালে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। আহত হয়েছেন অনেক চিকিৎসক। বেশ কিছু চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনেরই বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে।

















