Air India Plane Crash : আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায়, ঝলসে গেছে আশেপাশের বহুতলও
ABP Ananda LIVE :এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট ও যাত্রী-সহ ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। বরাত জোরে বেঁচে গিয়েছেন এই প্লেনের একমাত্র যাত্রী। বিমান ভেঙে আরও ২৪ জনের মৃত্যু বলে জানা গিয়েছে। তবে এখনও নিখোঁজ বেশ কয়েকজন। তাই মনেই হচ্ছে, মৃতের সংখ্যাটা আরও বেশি। এখনও ধ্বংসস্তূপ আমদাবাদের মেঘানিনগরের BJ মেডিক্যালের হস্টেল । সেখানে যত সময় যাচ্ছে, বের হচ্ছে টুকরো টুকরো দেহ বা গলা-পচা অংশ। উদ্ধারকারী অফিসাররা মনে করছেন, বিমানটি ধসে পড়ার সময় এয়ার ইন্ডিয়ার ওই বিমানের ভেতরে এবং আশেপাশের তাপমাত্রা প্রায় অকল্পনীয়, অসনীয় জায়গায় পৌঁছায়। বিশাল পরিমাণের জ্বালানি থাকার দরুণ বিমানটি ভেঙে পড়ার সময় তাপমাত্রা ১,০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এর ফলে এলাকার তাপমাত্রাও ভয়াবহ ভাবে বেড়ে যায়। এর ফলে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এতটাই প্রবল ছিল তাপমাত্রা, ওই অঞ্চলে কাকপক্ষীরাও বাঁচেনি। এলাকার কুকুররাও ঝলসে যায় তাপে। ধ্বংস স্তূপ থেকে মিলছে পশুপক্ষীর দেহাংশও। এক দমকল আধিকারিক জানান, বিমানের জ্বালানির ট্যাঙ্কটি ফেটে যাওয়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়। তার ফলে তাপমাত্রা মুহূর্তের মধ্যে ১,০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এর ফলে এলাকার পশুপক্ষীও ঝলসে যায়। প্রাণে বাঁচেনি। কেউ জীবিত থাকেনি। আশেপাশের পশু-পাখিরাও পালানোর সময় পায়নি।

















