Amit Shah: কর্মীদের মনোবল চাঙ্গা করতে অমিত শাহজি আসছেন, অমিত শাহর বঙ্গ সফর প্রসঙ্গে মন্তব্য সুকান্তর
ABP Ananda LIVE: কর্মীদের মনোবল চাঙ্গা করতে অমিত শাহজি আসছেন। দলীয়স্তরে বিভিন্ন মিটিং হবে। দিলীপ ঘোষ দলের নেতা, ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেবে। অমিত শাহর বঙ্গ সফর প্রসঙ্গে মন্তব্য সুকান্ত মজুমদারের।
থানায় হাজিরা এড়ালেন অনুব্রত,এই প্রসঙ্গে কী বললেন প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য ?
থানায় হাজিরা এড়ালেন অনুব্রত,এই প্রসঙ্গে প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য প্রশ্ন তুললেন, অনুব্রতর পরিবর্তে কেন ওনার আইনজীবী থানায় যাবেন?বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি! পুলিশের তলব সত্ত্বেও আজ হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। শরীর খারাপ জানানো হয়েছে আইনজীবীদের তরফে, খবর সূত্রের। কাল বীরভূমের নেতাকে হাজির হতে নোটিস পুলিশের। অনুব্রত মণ্ডলকে বোলপুরের এসডিপিও অফিসে তলব করা হয়। সকাল ১১টায় হাজিরার কথা ছিল, ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত। অনুব্রতর বদলে এসডিপিও অফিসে যান কেষ্টর ৫ আইনজীবী। কেষ্টর আইনজীবীরা এসডিপিও অফিস ঘুরে যাওয়ার পর বৈঠকে পুলিশ আধিকারিকরা। সৌজন্য-সাক্ষাৎ, এসডিপিও অফিস থেকে বেরিয়ে প্রতিক্রিয়া অনুব্রতর আইনজীবীদের। দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৪টি ধারায় মামলা কেষ্টর বিরুদ্ধে পুলিশের FIR, অফিসে গিয়ে হাজিরার নোটিস। কদর্যভাষায় বোলপুর থানার IC-কে হুমকি, ক্ষমা চেয়েই সাতখুন মাফ? গতকাল থেকে কেষ্টকে গ্রেফতারের দাবি তুলছেন বিরোধীরা। অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেবে পুলিশ?

















