ATM Theft: শহরে ফের ATM থেকে লুঠ, বেহালায় SBI-এর দুটি মেশিন ভাঙচুর
বেহালার (Behala) কাছে রাজা রামমোহন রায় রোডে এটিএম (ATM) ভেঙে টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য। আজ সকালে পুলিশের কাছে খবর আসে যে ওই এলাকার এসবিআই এটিএমে চুরি হয়েছে। ২টি এটিএম মেশিন ভাঙা হয়েছে। ভাঙা হয়েছে এটিএমগুলির ডিসপ্লে স্ক্রিন। মেশিনগুলি নির্দিষ্ট জায়গা থেকে সরানো হয়ছিল বলেও জানা গেছে। হরিদেব থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটিএম-এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে প্রবল বর্ষণে রানিগঞ্জের অমৃতনগর কোলিয়ারি সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ধস নেমেছে। ইসিএল আবাসনের কাছেই এই ধস নামে। ধস নামার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রায় দেড় বিঘা জমি জুড়ে ফাটল দেখা দিয়েছে। মাটি বসে গিয়ে ভূগর্ভ থেকে বেরিয়ে আসছে গ্যাস। এলাকাবাসীর অভিযোগ, কয়লা তোলার পর খনি ভরাট না করার জন্যই এই ঘটনা। বালি দিয়ে ভরাট না করার কারণেই বৃষ্টিতে ধস নামে।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
