Bangladesh News Update: হাসিনা দেশ ছাড়তেই তাঁর মন্ত্রিসভার সদস্যদের খোঁজে গোয়েন্দারা
ABP Ananda LIVE: হাসিনা (sheikh hasina)দেশ ছাড়তেই তাঁর মন্ত্রিসভার সদস্যদের খোঁজে গোয়েন্দারা। নজরে প্রাক্তন সাংসদ ও সদ্য প্রাক্তন পুলিশ আধিকারিকরাও। তল্লাশি চালানো হচ্ছে হাসিনা-ঘনিষ্ঠদের আত্মীয়দের বাড়িতেও। এর মধ্যেই দেশ ছেড়েছেন হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দেশ ত্যাগ করেছেন হাসিনা সরকারের অর্থমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সমবায়মন্ত্রীও। ইতিমধ্যেই হাসিনার মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে ঢাকার বঙ্গভবনে। রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া সেনা-শাসন চাইছেন না অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চাইছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। মহম্মদ ইউনুসও আন্দোলনকারী প্রস্তাবে সম্মতি দিয়েছেন । আরও খবর, দিল্লিতে আজ বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক। সকাল ১০টায় সংসদে অ্যানেক্স ভবনে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী। গোটা পরিস্থিতি ব্যাখ্যা করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গাজিয়াবাদের সেফ হাউসে শেখ হাসিনা। জরুরি বৈঠকে অমিত শাহ-অজিত দোভাল। বাংলাদেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারত? মালদার ইংরেজবাজারের মহদিপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। গতকালের পর আজও বন্ধ আমদানি-রফতানি। তবে ওপার থেকে এপারে আসছেন বাংলাদেশি নাগরিকরা। মহদিপুর সীমান্ত এলাকাজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে BSF। এখনও প্রায় চল্লিশ জন ট্রাক চালক বাংলাদেশে আটকে রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।