Behala Clash: 'পুলিশ খুব ভাল কাজ করেছে', বেহালাকাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেফতার প্রসঙ্গে সলিল ভট্টাচার্য । Bangla News
৫ দিনের মাথায় বেহালাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। গ্রেফতার মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপন। গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপন। ঘটনার ৫ দিনের মাথায় গ্রেফতার বেহালাকাণ্ডে মূল অভিযুক্ত। হাওড়ার জয়পুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার পর ৪ জায়গায় গা ঢাকা বাপনের। বালেশ্বর, দিঘা হয়ে হাওড়ার জয়পুরে বাপন।
বারবার মোবাইল ফোন, সিম বদল বাপনের, পুলিশ সূত্রে খবর। বাপনের সঙ্গে গ্রেফতার আরও ৬ জন, পুলিশ সূত্রে খবর। বাজেয়াপ্ত ধৃতদের মোবাইল ফোন, গাড়ি, পুলিশ সূত্রে খবর। ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে।
এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য বলেন, এরা ওখানকার ক্রিমিনাল। এরা যে সেদিনের ঘটনাতে যুক্ত ছিল তার প্রমাণও যথেষ্ট আছে। পুলিশ খুব ভাল কাজ করেছে।
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)