Morning Headlines: আজ ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট | Bangla News
দিনভর সংঘাত। পুলিশের যুক্তি উড়িয়ে আজ আগরতলায় রবীন্দ্রভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা। অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট। ধাক্কা বিপ্লব দেব প্রশাসনের।
চার কেন্দ্রে উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি। খড়দা, দিনহাটায় (Dinhata) বিক্ষোভের মুখে বিজেপি (BJP) প্রার্থী। শান্তিপুরে বিজেপি এজেন্টকে হুমকির অভিযোগ। গোসাবায় বিধিভঙ্গ, অস্বীকার শাসকদলের (TMC)।
খড়দায় বাংলাদেশি ভুয়ো ভোটারের অভিযোগে তুলকালাম। বিজেপির অভিযোগ খারিজ সিইও দফতরের। জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের (Election Commission)। উত্তেজনা তৈরির চেষ্টা, পাল্টা তৃণমূল।
খড়দায় আক্রান্ত প্রয়াত কাজল সিনহার (Kajal Sinha) ছেলে। অভিযোগ বিজেপি প্রার্থীর ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে। ভর্তি হাসপাতালে। প্রতিবাদে জয় সাহার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
খড়দায় (Khardaha) আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক। দলীয় অফিসের সামনে ইট মেরে তন্ময় ভট্টাচার্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নাটক করে মার খাচ্ছেন, পাল্টা পার্থ চট্টোপাধ্যায়।
শান্তিপুরে (Shantipur) হুমকির মুখে বিজেপির পোলিং এজেন্টকে ঘরে তালাবন্দি করলেন মা। ফুলিয়ায় বিজেপির এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। মিথ্যে অভিযোগ, পাল্টা তৃণমূল প্রার্থী।
দিনহাটায় সন্ত্রাস চালিয়েছে শাসকদল। বসতে দেওয়া হয়নি পোলিং এজেন্ট, অভিযোগ বিজেপি প্রার্থীর। এত কেন্দ্রীয় বাহিনী, কে বাধা দেবে? পাল্টা উদয়ন গুহ (Udayan Guha)।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সবচেয়ে কম ভোট পড়ল খড়দায়। শান্তিপুরে ৭৬ শতাংশ, গোসাবায় (Gosaba) ৭৬ শতাংশ, দিনহাটায় ভোটদানের হার প্রায় ৭০ শতাংশ। ফল প্রকাশ মঙ্গলবার।
অবশেষে জেলমুক্তি শাহরুখ-পুত্রের (Aryan Khan)। ২৮ দিন পর মাদককাণ্ডে জামিনের পর ছেলে আরিয়ানকে আর্থার জেল থেকে মন্নতে নিয়ে গেলেন শাহরুখ। বাজল ঢোল, তাসা। পুড়ল বাজি।
আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা (Local Train Service)। তার আগেই শিয়ালদা, হাওড়ায় দেখা গেল প্রস্তুতির ছবি।
রাজ্যে করোনায় (Corona) দৈনিক সংক্রমণ ফের হাজারের কাছাকাছি। জোগানের অভাবে আজ থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ কোভ্যাকসিনের প্রথম ডোজ। মিলবে শুধু দ্বিতীয় ডোজ।