Bidhannagar Municipal Election: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালতকে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন। Bangla News
বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টকে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন। আদালত সূত্রে খবর, আজ প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে এ বিষয়ে জানতে চান। তখন অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠক হয়েছে। তবে সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তা তাঁর জানা নেই। রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, বৈঠকের মিনিটস তৈরি হচ্ছে। তা আদালতকে জানিয়ে দেওয়া হবে। এরপর প্রধান বিচারপতি জানান, বিধাননগরে সুষ্ঠু ভোট করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের। এটা মনে রেখে যেন সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, বিধাননগরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আলোচনায় মুখ্যসচিবকে না রাখার আবেদন খারিজ করেছে হাইকোর্ট। মামলাকারীর দাবি ছিল, মুখ্যসচিব নিরপেক্ষ নন, কারণ তিনি ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর হয়ে চিঠি লিখেছিলেন। কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়নি, দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশন তাঁদের সঙ্গে আলোচনা করবে।