Amit Shah: সংসদের ভিতর CISF মোতায়েন করা নিয়ে ব্যাখ্যা অমিত শাহের | ABP Ananda Live
ABP Ananda Live: 'কেউ জেল থেকে সরকার চালাতে পারবেন না'। 'ভুয়ো মামলা হলে আদালতে যাওয়ার রাস্তা খোলা'। 'স্পিকারের আদেশে সংসদের ভিতরে নিরাপত্তায় মার্শালরা নিযুক্ত থাকেন'। 'কিছু বামপন্থী দল সংসদের ভিতর স্প্রে করেছেন'। সংসদের ভিতর CISF মোতায়েন করা নিয়ে ব্যাখ্যা অমিত শাহের। 'অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন জগদীপ ধনকড়'। 'এর মধ্যে অন্য কোনও কারণ খুঁজবেন না'।.
SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় ED-র তল্লাশি। মোট ৪টি জায়গায় ED-র তল্লাশি। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে তল্লাশি। ED-র গাড়ি ও আধিকারিকদের দেখে পালাতে যান জীবনকৃষ্ণ সাহা, দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বাড়ির পিছনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা বিধায়কের, ধরে ফেললেন ED আধিকারিকরা।
জীবনকৃষ্ণ সাহার আত্মীয়, সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ED-র হানা। তল্লাশিতে আসতে দেখে নিজের ফোন ঝোপের মধ্যে ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা, খবর ED-র। বাড়ির আশপাশ তল্লাশি করে ঝোপের মধ্যে মিলেছে বিধায়কের ২টি ফোন। এর আগেও বাড়িতে CBI তল্লাশির সময় নিজের ২টি ফোন, পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে।
এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা।২০২৩-এর ১৭ এপ্রিল গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক । এই মামলায় গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান জীবনকৃষ্ণ সাহা।



















