BJP News: গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ
ABP Ananda LIVE: কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে তুলকালাম। গড়িয়াহাটে বিজেপির মিছিল শুরুর আগেই আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড । গণতন্ত্রের কণ্ঠরোধ, আক্রমণ সুকান্ত মজুমদারের । বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে পুলিশের বচসা । হিটলারের মতো আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, আক্রমণ সুকান্ত মজুমদারের।
নির্যাতনের ভিডিও মিলল ধৃত একজনের মোবাইল থেকে, পুলিশ সূত্রে খবর
ল'কলেজে 'গণধর্ষণ', মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও, পুলিশ সূত্রে খবর । নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর । ল'কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CCTV ফুটেজ উদ্ধার । ঘটনার দিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CCTV ফুটেজ উদ্ধার । অভিযোগকারিণীর বক্তব্যের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ।


















