CBI News: কেষ্ট-ঘনিষ্ঠ মলয়ের মেডিক্যাল কলেজকে অনুমতি ত্রিপুরার বিজেপি সরকারের! ABP Ananda Live
TMC News: কেষ্ট-ঘনিষ্ঠ মলয়ের মেডিক্যাল কলেজকে অনুমতি ত্রিপুরার বিজেপি সরকারের! গরুপাচার মামলায় বাংলায় বারবার কেষ্ট-ঘনিষ্ঠ মলয়কে সিবিআই জিজ্ঞাসাবাদ। কেষ্ট-ঘনিষ্ঠ সেই মলয়কেই আগরতলায় মেডিক্যাল কলেজে ছাড়পত্র। মলয়ের সংস্থার মাধ্যমে কেষ্টর কালো টাকা সাদা করার অভিযোগ। আপত্তির কথা জানিয়ে রাজ্য সরকারকে চিঠি ত্রিপুরার বিরোধী দলনেতার।গাইডলাইন মেনে সবকিছু খতিয়ে দেখেই ছাড়পত্র, পাল্টা দাবি ত্রিপুরা সরকারের। মেডিক্যালে ভর্তির নামে 'প্রতারণা', কলকাতায় গ্রেফতার। সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগ। ভর্তির নামে প্রায় ১৭ লক্ষ টাকা নিয়ে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ, গ্রেফতার সৌরীশ ঘোষ। বিবেক অ্যাকাডেমি অফ কেরিয়ার টপার্সের কর্ণধার সৌরীশ ঘোষ। অ্যাকাউন্টে প্রায় ১২ লক্ষ, নগদে ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । সেক্টর তিনে জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। যৌথ অভিযানে পুলিশ এবং পুরসভা। যদুবাবুর বাজারে চলল ফুটপাথ দখলমুক্ত করার কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশের পরেই সক্রিয় ভবানীপুর থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেক্টর ফাইভে(Sector Five) জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। ABP Ananda Live