BJP News: নন্দীগ্রামের সমবায় সমিতির ভোটে জয়লাভ করল বিজেপি
ABP Ananda LIVE: হাইকোর্টের নির্দেশে ভোট চলছে নন্দীগ্রামের কালিচরনপুর সমবায় সমিতিতে। কড়া পুলিশি পাহাড়ায় চলে ভোটগ্রহণ। কালিচরনপুর সমবায় সমিতির ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী ছিল বিজেপি। ভোটে জিতবে বিজেপি, দাবি শুভেন্দুর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। সমবায় সমিতিতে মোট আসন ১২, ১ আসন বিনাপ্রতিন্দ্বন্দিতায় জয়লাভ বিজেপির। আজ নির্বাচন চলছে ১১টি আসনে ১৫ জুন: সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা ছিল। পুলিশি নিরাপত্তা সেই সময় না থাকায় ভোট বন্ধ হয়ে যায়। ভোট বন্ধের প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল করেন শুভেন্দু অধিকারী। তারপর হাইকোর্টে যায় বিজেপি। তিন সপ্তাহের মধ্যে ওই সমবায়ে ভোট করতে হবে, নির্দেশ দেয় হাইকোর্ট
'এরপরেও মুখ্যমন্ত্রী বলতে পারেন এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি !' তোপ সুকান্তর
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।কসবাকাণ্ডে প্রতিবাদে নেমে লকাপে, রাত কাটল সুকান্তর।সুকান্তদের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। ১৬৩ ধারা অমান্যের অভিযোগে ৩ কাউন্সিলর আটক। কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। শনিবার দুপুরে গ্রেফতার, রবিবার সকালে জেলমুক্ত সুকান্ত।


















