Bombay High Court: দিল্লির পর এবার বম্বে হাইকোর্টে বোমাতঙ্ক
ABP Ananda LIVE: দিল্লির পর এবার বম্বে হাইকোর্টে বোমাতঙ্ক। বোমাতঙ্কের জেরে খালি করা হল বম্বে হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের মতই বম্বে হাইকোর্টের বিস্ফোরণের হুমকি দিয়ে মেল।বিস্ফোরণের হুমকি দিয়ে এসেছে ই-মেল। গোটা দিল্লি হাইকোর্ট খালি করিয়ে চলছে তল্লাশি।শুনানি চলাকালীন এজলাস থেকে উঠে চলে গেছেন বিচারপতিরা। বোমাতঙ্কের জেরে এজলাস ছেড়েছে বাদি-বিবাদী দু'পক্ষ। হাইকোর্ট চত্বরের বাইরে দাঁড়িয়ে আছেন বিচারপতি ও কৌঁসুলিরা। আপাতত দিল্লি হাইকোর্টে সমস্ত শুনানি বন্ধ।কোর্টরুম ৩ -এ তিনটে বোমা রাখা আছে এমনটাই বলা হয়েছে ওই হুমকি ইমেলে। বিকেল ৩টের সময় বোমা বিস্ফোরণ হবে এমনটাই হুমকি দেওয়া হয়েছে।


















