এক্সপ্লোর
Advertisement
Aria Banerjee mysterious death: ছাদের দরজা কেন খোলা, ঘরভর্তি টিস্যু পেপারে কেন রক্ত, যোধপুর পার্কে অভিনেত্রীর রহস্যমৃত্যুতে একাধিক প্রশ্ন
যোধপুর পার্কে অভিনেত্রীর রহস্যমৃত্যু। এই মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। প্রথম ও দ্বিতীয় কেন তালাবন্ধ? খাটের তলায় কেন তাঁর দেহ? ঘর ভর্তি টিস্যু পেপারে কেন রক্তের দাগ? খাট থেকে পড়েই কি মৃত্যু? কেন ছাদের দরজা খোলা ছিল? খাটে ওয়াইনের বোতল, মধুর শিশি পাওয়া গিয়েছে। বাইরে থেকে খাবার এসেছিল, কিন্তু কেন দেবদত্তা খায়নি? সে প্রশ্ন উঠছে। একবছর আগে হেপাটাইটিস-বি হয়েছিল তাঁর। কিন্তু চিকিৎসা করাতেন না তিনি। বাড়ির মেঝেতে পুরনো রক্তের দাগ পাওয়া গিয়েছে। যোধপুর পার্ক লেক থানা এলাকার একটি তিন তলা বাড়িতে থাকতেন অভিনেত্রী। বয়স হয়েছিল ৩৫। আজ কিছুক্ষণ আগে তাঁর দেহ বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় দেহ। তাঁর দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত আজ সকাল সাড়ে দশটা নাগাদ। তখন দেবদত্তার পরিচারিকা আসেন। নক করার পরও দরজা খুলছে না দেখে দেবদত্তার মোবাইলে ফোন করা হয়। ফোনেও পাওয়া যায়নি। একটি বেডরুমের খাটের নীচ থেকে দেবদত্তার দেহ উপুড় হওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। ব্ল্যাক টপ ও ব্ল্যাক প্যান্ট পরেছিলেন অভিনেত্রী। পাশের একটি ঘর থেকে দুটি মদের বোতল পাওয়া গিয়েছে। একটি পুরো ভরতি ও একটি কিছুটা খাওয়া। ঘরে একটি কুকুর ছিল।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement