এক্সপ্লোর
Advertisement
Ekbalpur Body Recover: একবালপুরে রাস্তায় পড়ে সাদা পলিথিনের ব্যাগ! খুলতেই বেরিয়ে এল তরুণীর মৃতদেহ!
রাস্তায় পড়ে সাদা পলিথিনের বড় ব্যাগ। তা খুলতেই বেরিয়ে এল তরুণীর মৃতদেহ! বুধবার রাত ২টো নাগাদ একবালপুর থানা এলাকার মৌলানা মহম্মদ আলি রোডে, এক্কেবারে রাস্তার ওপর থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে! স্থানীয় সূত্রে খবর, ২০ বছর বয়সী মৃত তরুণীর নাম সাবা খাতুন ওরফে নয়না। যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে তার কাছেই ওয়ারসি লেনে এক বান্ধবীর সঙ্গে থাকতেন তিনি। আসল বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। মৃতার বান্ধবীর দাবি, বুধবার সন্ধে ৭টা নাগাদ সাবার একটি ফোন আসে। তারপরই বেরিয়ে যান তিনি! এরপর মোবাইল ফোনও সুইচড অফ হয়ে যায়। রাস্তার ওপর বড় পলিথিনের ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা! আর তারপরই চোখ কপালে! পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর গলায় বিক্ষিপ্ত দাগ মিলেছে। বাঁ হাতের কনুইয়ের নীচে মিলেছে আঘাতের চিহ্ন। শ্বাসরোধের কারণে মৃত্যু বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কিন্তু, কীভাবে মৃত্যু হল সাবার? কেউ কি খুন করে ব্যাগে ভরে মৃতদেহ ফেলে দিয়ে গিয়েছে? নাকি তরুণী আত্মঘাতী হওয়ার পর ভয়ে, কোনও কিছু ধামাচাপা দিতে তাঁর পরিচিতরাই ফেলে গিয়েছে মৃতদেহ? কার ফোন এসেছিল সাবার কাছে? কার জন্য বেরিয়ে গিয়েছিলেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তর খতিয়ে দেখছে একবালপুর থানা।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement