Majherhat Bridge Opening: 'রেল, পোর্ট ট্রাস্ট কেন টাকা নিয়েছে? পারলে ফেরত দেবেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর, পাল্টা বিজেপির
২ বছর ৩ মাস পর দুর্ভোগের অবসান। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বেহালা, ঠাকুরপুকুর, মহেশতলা, বজবজের বাসিন্দারা।
বৃহস্পতিবার চালু হয়ে গেল নবনির্মিত মাঝেরহাট ব্রিজ। যার নতুন নাম জয় হিন্দ সেতু। তবে এত সময় লাগল কেন? উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। "কেন রেল, পোর্ট ট্রাস্ট টাকা নিয়েছে? পারলে টাকাটা ফেরত দেবেন," কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কেন ব্রিজ ফের চালু হতে লেগে গেল দুবছরের বেশি সময়, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। অনেক আগেই কাজ শেষ হয়ে যেত বলে রেল, বন্দর কর্তৃপক্ষ ও বিজেপিকে একযোগে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।
পাল্টা খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। ইচ্ছা করে উদ্বোধনে দেরী করছিলেন, আমাদের লোকেরা ব্যাগরা দিতে তাড়াতাড়ি উদ্বোধন করতে হয়েছে বলেই রাগে মনে হয় এসব বলছেন, বলেন বিজেপি-র রাজ্য সভাপতি। বিজেপি-র চাপেই দ্রুত উদ্বোধন, টুইটে দাবি কৈলাস বিজয়বর্গীয়ের।