এক্সপ্লোর
Majherhat Bridge Reopen: বৃহস্পতিবার বিকেল ৪ টেয় মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৩-রা ডিসেম্বর উদ্বোধন হবে Majherhat Bridge-র। নবান্ন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটেয় ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গতকাল রেল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ব্রিজ উদ্বোধনের জন্য তাদের তরফে সব কাজ শেষ। তাই রেলের তরফে ব্রিজ খুলতে আর কোনও আপত্তি নেই জানিয়ে রাজ্যকে ছাড়পত্রও পাঠিয়ে দিয়েছে রেলওয়ে সেফটি কমিশন। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে চালু হতে পারে যান চলাচল। এই ব্রিজ নির্মাণ ঘিরে চাপানউতোর ছিল রেল এবং রাজ্যের।
দুবছর আগে ৪ সেপ্টেম্বর ২০১৮ সালে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন। তারপর থেকে কলকাতার দক্ষিণ অংশ ও দক্ষিণ চব্বিশ পরগণার সঙ্গে মূল কলকাতার সংযোগও ব্যাহত হচ্ছিল প্রবলভাবে। গতবছরও একবার ব্রিজ উদ্বোধনের কথা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রীও ব্রিজ বিলম্বের জন্য দায়ী করেছিলেন রেলের গড়িমসিকে। পাল্টা পূর্ব রেলও দাবি করেছিল, তাদের তরফে কোনও বিলম্ব হয়নি।
দুবছর আগে ৪ সেপ্টেম্বর ২০১৮ সালে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন। তারপর থেকে কলকাতার দক্ষিণ অংশ ও দক্ষিণ চব্বিশ পরগণার সঙ্গে মূল কলকাতার সংযোগও ব্যাহত হচ্ছিল প্রবলভাবে। গতবছরও একবার ব্রিজ উদ্বোধনের কথা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রীও ব্রিজ বিলম্বের জন্য দায়ী করেছিলেন রেলের গড়িমসিকে। পাল্টা পূর্ব রেলও দাবি করেছিল, তাদের তরফে কোনও বিলম্ব হয়নি।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
Advertisement